এই পোস্টটি 236 বার দেখা হয়েছে
পুরীতে জগন্নাথ মন্দিরের পশ্চিম পার্শ্বে পরমানন্দ পুরী একটি ছোট্ট আশ্রম প্রতিষ্ঠা করেন, সেখানে তিনি জলের জন্য একটি কূপ খনন করেন। কিন্তু সেই জল ছিল অত্যন্ত তিক্ত, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে, সেই জলকে সুমিষ্ট করার জন্য গঙ্গা যেন সেখানে আসেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর সমস্ত ভক্তদের বলেছিলেন যে, সেদিন থেকে পরমানন্দ পুরীর কূপের জল যেন গঙ্গাজল থেকে অভিন্ন জ্ঞানে সম্মান করা হয়, কেন না কোন ভক্ত যদি সেই জল পান করেন অথবা সেই জলে স্নান করেন, তা হলে তিনি গঙ্গাজল পান ও গঙ্গাস্নানের সমান ফল লাভ করবেন। তিনি অবশ্যই শুদ্ধ ভগবৎ-প্রেম লাভ করবেন।