কূপের জল যেন গঙ্গাজল

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ৫:৩০ পূর্বাহ্ণ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ৫:৩০ পূর্বাহ্ণ

এই পোস্টটি 185 বার দেখা হয়েছে

কূপের জল যেন গঙ্গাজল

পুরীতে জগন্নাথ মন্দিরের পশ্চিম পার্শ্বে পরমানন্দ পুরী একটি ছোট্ট আশ্রম প্রতিষ্ঠা করেন, সেখানে তিনি জলের জন্য একটি কূপ খনন করেন। কিন্তু সেই জল ছিল অত্যন্ত তিক্ত, তাই শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে, সেই জলকে সুমিষ্ট করার জন্য গঙ্গা যেন সেখানে আসেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর সমস্ত ভক্তদের বলেছিলেন যে, সেদিন থেকে পরমানন্দ পুরীর কূপের জল যেন গঙ্গাজল থেকে অভিন্ন জ্ঞানে সম্মান করা হয়, কেন না কোন ভক্ত যদি সেই জল পান করেন অথবা সেই জলে স্নান করেন, তা হলে তিনি গঙ্গাজল পান ও গঙ্গাস্নানের সমান ফল লাভ করবেন। তিনি অবশ্যই শুদ্ধ ভগবৎ-প্রেম লাভ করবেন।

(চৈ. চ আদি ৯/১৩-১৫)

চৈতন্য সন্দেশ এপ্রিল-২০২২ প্রকাশিত
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।