কাটা বনাম ফুল (পর্ব -৩) উড়িষ্যা ও পুরী আক্রমণ

প্রকাশ: ২৭ জুন ২০২০ | ৭:০০ পূর্বাহ্ণ আপডেট: ২৭ জুন ২০২০ | ৭:০৭ পূর্বাহ্ণ

এই পোস্টটি 482 বার দেখা হয়েছে

কাটা বনাম ফুল (পর্ব -৩) উড়িষ্যা ও পুরী আক্রমণ

ভগবান শ্রীজগন্নাথদেব এবং পুরী মন্দিরও ঔরঙ্গজেবের আক্রোশ থেকে মুক্ত হতে পারে নি। তৎকালীণ বাংলা ও উড়িষ্যায় ঔরঙ্গজেবের সেনাপতি মওলানা আবুল হাসান কর্তৃক সম্পাদিত “মুরাকাত-ই-আবুল হাসান” গ্রন্থ হল ঔরঙ্গজেবের সময়কালীন বিভিন্ন ডকুমেন্টের সংগ্রহ। সেখানে উড়িষ্যার সকল মন্দিরসমূহ ধ্বংসের জন্য ঔরঙ্গজেবের নিদের্শাবলীর চিঠিটি লিপিবদ্ধ আছে। ১৬৮৬ সালে ঔরঙ্গজেব নাসির খানকে কঠকের সুবাদার রূপে নিযুক্ত করেন। তিনিও বিভিন্ন মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করেন। নাসির খান কিছু সৈন্যদল নিয়ে একবার পুরীর উদ্দেশ্য যাত্রা করেন। যাত্রাপথে তারা বহু মন্দির ধ্বংস করেন। পথিমধ্যে দণ্ড মুকুন্দপুরে রাত্রি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপরের ঘটনাবলী “কটক-রাজা-বংশাবলী” নামক গ্রন্থে লিপিবদ্ধ আছে। সেই রাত্রিতে আকষ্মিক বজ্রপাত হল এবং নাসির খানের বহু হাতি ও ঘোড়া নিহত হল। এই বজ্রপাতের কারণ হিসেবে শ্রীজগন্নাথকে মনে করে নাসির খান উড়িষ্যা রাজার সাথে শান্তি সন্ধি করে সেই স্থান পরিত্যাগ করেন। এভাবে পুরীর জগন্নাথ মন্দির ঔরঙ্গজেব ও তার সুবাদার নাসির খানের আক্রোশ থেকে মুক্ত হয়। (উৎস: কঠক-রাজা-বংশাবলী, পৃষ্ঠা-৯৩)

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।