এই পোস্টটি 165 বার দেখা হয়েছে

ইস্কন নিউজ:বৃটেনে ইস্কনের ‘ফুড ফর অল’ খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার “কুইন্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এটি এমন সময় প্রাপ্ত হয়েছে, যখন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের ১২৫তম আবির্ভাব মহোৎসব শুরুর তোরজোড় চলছে। প্রতিষ্ঠালগ্ন হতে এই পর্যন্ত মানবজাতির আধ্যাত্মিক বিকাশ ছাড়াও জাগতিক দিক থেকেও অসংখ্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারই স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে। এটি যুক্তরাজ্যের অনেক বড় পুরস্কার। পরবর্তী পাঁচ বছরের জন্য রাণীর লোগো ইস্কন ফুড ফর অল-এর ওয়েবসাইট, লেটারহেড, ভ্যান এবং বিভিন্ন কেন্দ্রে প্রদর্শিত হবে। ‘ইস্কন ফুড ফর অল’ যুক্তরাজ্যের একজন বরিষ্ঠ প্রচারক পরশুরাম দাস বলেন, “মহামারীর শুরু থেকেই আমরা সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের আপ্রাণ চেষ্টা করেছি।”