সূর্যগ্রহণের নিয়মাবলী (২১ জুন রবিবার)

প্রকাশ: ২০ জুন ২০২০ | ৯:১২ পূর্বাহ্ণ আপডেট: ২০ জুন ২০২০ | ৯:১২ পূর্বাহ্ণ

এই পোস্টটি 576 বার দেখা হয়েছে

সূর্যগ্রহণের নিয়মাবলী (২১ জুন রবিবার)

হরে কৃষ্ণ, সূর্য গ্রহন, রথযাত্রা আপডেট। আগামী 21 জুন রবিবারে বলয়গ্রাস সূর্যগ্রহণ,

#বাংলাদেশে গ্রহন স্পর্শ সকাল 11.16am মি., মোক্ষ বা গ্রহন শেষ দুপুর 2.47 pm.
#কলকাতায় গ্রহন স্পর্শ সকাল 10.46am মি., মোক্ষ বা গ্রহন শেষ দুপুর 2.17 pm.
#মথুরায় গ্রহন স্পর্শ সকাল 10.20am মি. মোক্ষ বা গ্রহন শেষ দুপুর 1.50pm.
সূর্য গ্রহনের ঠিক 12 ঘন্টা আগে সূতক প্রারম্ভ বলে, আগেরদিন শনিবার রাত্রে #বাংলাদেশে 11.16pm এর ভিতরে, #কলকাতায় 10.46pm এর ভিতরে, #মথুরায় 10.20pm এর ভিতরে ভগবানের রান্না,ভোগ, ভগবত সেবাদি ও তারপরে নিজেদের ভোজন শেষ করে নিতে হবে। মোক্ষান্তে বা গ্রহন শেষে #রবিবারে #বাংলাদেশে 2.47pm এর পরে, #কলকাতায় 2.17pm ও #মথুরায় 1.50pm এর পরে পুনরায় স্নান শেষ করে নতুন করে ভগবত সেবা, রান্না, ভোগ লাগানো, প্রসাদ ভোজন করনীয়। সূর্য গ্রহন চলাকালীন অবশ্যই #ভোজন নিষিদ্ধ, সদা হরিনাম,শাস্ত্র অধ্যয়ন, ভগবত আলোচনা, বৈষ্ণবসঙ্গে কৃষ্ণ আলাপ সদা করনীয়। 

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।