বিমান আবিষ্কারের প্রকৃত রহস্য কি?

১৯০৩ সালে ১৭ ডিসেম্বর, উইলভার রাইট ও অলভিল রাইট নামে খ্যাত রাইট ভ্রাতৃদ্বয় তাদের তৈরিকৃত বিমানটি আমেরিকার ‘কিটি হক’ নামক স্থানে আকাশের উপর ১২০ ফুট উঁচুতে নিয়ে গিয়ে সফলভাবে অবতরণ করেন । সেটিই মানব ইতিহাসের প্রথম সফল বিমান উড্ডয়ন। বিশ্বজুড়ে রাইট ভ্রাতৃদ্বয় পরিণত হলেন নায়কে। বিমানের যাবতীয় ধারণার উৎপত্তি তখন থেকে। অর্থাৎ মানুষের আকাশে সফলভাবে … Continue reading বিমান আবিষ্কারের প্রকৃত রহস্য কি?