ইস্‌কন ফুড ফর অল এর ‘কুইন্স অ্যাওয়ার্ড’ অর্জন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ৮:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ৮:৫৪ পূর্বাহ্ণ

এই পোস্টটি 207 বার দেখা হয়েছে

ইস্‌কন ফুড ফর অল এর ‘কুইন্স অ্যাওয়ার্ড’ অর্জন

ইস্‌কন নিউজ:বৃটেনে ইস্‌কনের ‘ফুড ফর অল’ খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার “কুইন্স অ্যাওয়ার্ড” অর্জন করেছে। এটি এমন সময় প্রাপ্ত হয়েছে, যখন ইস্‌কন প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের ১২৫তম আবির্ভাব মহোৎসব শুরুর তোরজোড় চলছে। প্রতিষ্ঠালগ্ন হতে এই পর্যন্ত মানবজাতির আধ্যাত্মিক বিকাশ ছাড়াও জাগতিক দিক থেকেও অসংখ্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারই স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছে। এটি যুক্তরাজ্যের অনেক বড় পুরস্কার। পরবর্তী পাঁচ বছরের জন্য রাণীর লোগো ইস্‌কন ফুড ফর অল-এর ওয়েবসাইট, লেটারহেড, ভ্যান এবং বিভিন্ন কেন্দ্রে প্রদর্শিত হবে। ‘ইস্‌কন ফুড ফর অল’ যুক্তরাজ্যের একজন বরিষ্ঠ প্রচারক পরশুরাম দাস বলেন, “মহামারীর শুরু থেকেই আমরা সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণের আপ্রাণ চেষ্টা করেছি।”

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।