এই পোস্টটি 134 বার দেখা হয়েছে
আয়ুর্বেদশাস্ত্র মতে, শরীরের সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় বায়ু, পিত্ত ও কফ এই তিনটি উপাদানের দ্বারা। দেহের অভ্যন্তরীণ রস নিঃসৃত হয়ে রক্ত, মূত্র ও মল আদিতে পরিণত হয়। কিন্তু, দেহের ক্রিয়ায় যদি কোন গোলযোগ হয়, তখন সেই ক্ষরণ দেহস্থিত বায়ুর প্রভাবে কফে পরিণত হয়। আয়ুর্বেদশাস্ত্র মতে পিত্ত ও কফ যখন দেহের বায়ুকে বিচলিত করে, তখন ৫৯(ঊনষাট) রকমের রোগ দেখা দিতে পারে। তার মধ্যে একটি হচ্ছে উন্মাদ।
(চৈ.চ. আদি-১৭/৭ তাৎপর্য)