
এখন বৈবস্বত মনুর কাল চলছে। এই সময়েই শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। (প্রথমে অষ্টাবিংশতি দিব্যযুগের দ্বাপরের শেষভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্যযুগেরই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়।) শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মার এক দিনে একবার, অর্থাৎ চতুর্দশ মন্বন্তরের মধ্যে একবার আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুষ্কাল একাত্তর দিব্যযুগ। (৪৩২,০০,০০,০০০ বছর সমন্বিত ব্রহ্মার এক দিনের মধ্যে ছয়জন মনুর আবির্ভাব ও তিরোভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। অর্থাৎ, ব্রহ্মার এক দিনের ১৯৭,৫৩,২০,০০০ বছর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সৌরবর্ষ অনুসারে এই জ্যোতিষ গণনাটি করা হয়েছে।
(চৈ.চ আদি ৩/১০)