এই পোস্টটি 251 বার দেখা হয়েছে
গান্ধিজীকে যদিও প্রভুপাদ তার আসন্ন মৃত্যুর সতর্কতা জানিয়ে একটি পত্র দিয়েছিলেন । কিন্তু গান্ধিজী সেটি পড়েননি। কিন্তু শ্রীল প্রভুপাদের চিঠি প্রেরণের ৬ মাস পরেই তার মৃত্যু হয়েছিল। একদিন আততায়ীর ছোড়া পর পর তিনটি গুলি এসে তার বুকে বিদ্ধ করে। তখন শুধুমাত্র ‘হে রাম’ উচ্চারণ করার মাধ্যমে মৃত্যুর দিকে ঢলে পড়েন। এর মাধ্যমে মহাত্মা গান্ধীজীর ধার্মিক চেতনার একটি নমুনা ফুটে উঠে।
চৈতন্য সন্দেশ আগস্ট-২০০৯ প্রকাশিত