এই পোস্টটি 887 বার দেখা হয়েছে
রাজস্থানের মরু ভূমিতে গত বছর আবিষ্কৃত হয়েছে একটি প্রাচীন হাতির জীবাশ্ম। যেস্থানে দিয়ে একসময় পবিত্র সরস্বতী নদী প্রবাহিত হত। এরই মাধ্যমে সরস্বতী নদীর অস্থিত্ব যে এখানে ছিল তার প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা। উল্লেখ্য, ভারতের বিজ্ঞানীদের এই আবিস্কার সায়েন্টিফিক জার্নালও স্বীকৃতি দিয়েছে। হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ ডিসেম্বর ২০০৯ সালে প্রকাশিত)