এই পোস্টটি 1240 বার দেখা হয়েছে
বিধ্বংসী কম্পিউটার ভাইরাস। যা কিনা MS Dos এবং Windows 95 অপারেটিং সিস্টেমে চালিত কম্পিউটারকে আক্রান্ত করে । ১৯৯৬ সালের আগস্টে কোন এক অজ্ঞাত সফটওয়্যারবিদ এই কম্পিউটার ভাইরাসটি তৈরি করেন। ভাইরাসটি হার্ডডিস্কের মাস্টার বুট রেকর্ড ও ফ্লপি ডিস্কের তথ্য মুছে দিতে সক্ষম। এছাড়া এটি কম্পিউটারের সিস্টেম, তারিখও পরিবর্তন করতে পারে এবং নিম্নোক্ত লেখাটি প্রদর্শন করেঃ HD Euthanasia by Demon Emperor: Hare Krsna, hare, hare আশ্চর্যের ব্যাপার হল এই ভাইরাসটিকে নামকরণ করা হয় ‘ হরে ৭৬১০’, ‘কৃষ্ণ’ ‘হরে কৃষ্ণ’ ভাইরাস।
(মাসিক চৈতন্য সন্দেশ নভেম্বর ২০১০ সালে প্রকাশিত)