এই পোস্টটি 1354 বার দেখা হয়েছে

সি এম পি নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মাহাবুবর রহমান কে ইসকন নন্দনকানন বিভাগীয় কার্যালয় পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন। তাকে ইসকন প্রতিষ্টাতা আচার্য শ্রীল প্রভুপাদের তাৎপর্যকৃত ১১০টি ভাষায় অনুবাদিত ” শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” উপহার প্রধান করেন ইসকন নন্দনকানন সভাপতি শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী ও ভক্তবৃন্দ।।