শ্রীল প্রভুপাদের চাপাতি লীলা

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩ | ৯:৪৭ পূর্বাহ্ণ আপডেট: ৯ এপ্রিল ২০২৩ | ৮:৪৫ পূর্বাহ্ণ

এই পোস্টটি 209 বার দেখা হয়েছে

শ্রীল প্রভুপাদের চাপাতি লীলা

একবার শ্রীমতি যমুনাদেবী মাতাজি মনস্থির করলেন যে, তিনি শ্রীল প্রভুপাদের জন্য কিছু প্রসাদ বানাবেন। তিনি চিন্তা করলেন যে তিনি প্রভুপাদের জন্য চাপাটি এবং কিছু সবজি বানাবেন।
তখন প্রভুপাদের যাঁরা শিষ্য শিষ্যা ছিলেন তাঁরা সব সময় চিন্তা করতেন যে, তাঁরা প্রভুপাদের জন্য যেটা করবেন সেটা একদম উত্তম রূপে করবেন।যমুনা মাতাজি যখন বাজারে আটা কিনতে গেলেন তিনি বুঝতে পারলেন না যে, কোন ধরনের আটা সবচেয়ে ভালো হবে। এর পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পিসিলহর নামে উন্নত প্রজাতির গম নিবেন। এরপর সে গম থেকে আটা তৈরি করে তা থেকে চাপাটি বানিয়ে তিনি প্রভুপাদের কাছে নিবেদন করবেন। পরবর্তীতে প্রভুপাদ যখন সে চাপাটি থেকে একটা অংশ ছিড়ে মুখে নিয়ে তিনবার চিবোলেন। প্রথমবার চিবোনোর পর তিনি বললেন যে, “এটা নিশ্চয়ই পিসিলহর নামে উন্নত প্রজাতির গম থেকে তৈরি হয়েছে তাই না?”এতে যমুনা মাতাজি অনেক অবাক হয়ে গেলেন কারণ গম ভাঙানো হয়ে গেলে তা আর বোঝার উপায় থাকে না এটি কোন প্রজাতির গম ছিল।দ্বিতীয়বার চিবানোর সময় তিনি বললেন যে, “এটা নিশ্চয়ই ৮ ঘণ্টা আগে ভাঙ্গা হয়েছিল।” এটা শুনে যমুনা বাতাসে আরো বেশি অবাক হলেন। কারণ তিনি একেবারে নিখুঁতভাবে সময়টিও বলে দিয়েছেন। তৃতীয়বার তিনি বললেন যে ” তুমি যে জ্বালানি দিয়ে এটি তৈরি করেছে সেখানে নিশ্চয়ই নিম কাঠ এবং ঘুটে ছিল তাই না? “এরপর প্রভুপাদ বললেন যে, এটা খুব ভালো হয়েছে কারণ নিম কাঠ এবং ঘুটে দিয়ে কোনো প্রসাদ তৈরি করলে সেটি একদম উত্তম হয়। তিনি আবার বললেন যে, “যদি এটি আরও দু সেকেন্ড সেকা হতো, তাহলে এটি আরো ভালো হতো।” এখন আপনারা কল্পনা করুন প্রভুপাদ কিন্তু বলেছেন একদম নিখুঁত ভাবে ২ সেকেন্ড। তিনি তিন সেকেন্ডও বলেননি, ৪ সেকেন্ডও বলেননি। অর্থাৎ তিনি একদম নিখুঁত ভাবে সময়ের ভগ্নাংশ টুকুও বলে দিতে পারছেন। আসলে এটা প্রভুপাদের পক্ষেই সম্ভব।

চৈতন্য সন্দেশ অ্যাপ ডাউনলোড করুন :https://play.google.com/store/apps/details?id=com.differentcoder.csbtg


Hare Krishna Thanks For Reading

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।