শ্রীকৃষ্ণের প্রথম জন্মদিন

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯ | ১০:২৩ পূর্বাহ্ণ আপডেট: ২৪ আগস্ট ২০১৯ | ১০:২৩ পূর্বাহ্ণ

এই পোস্টটি 813 বার দেখা হয়েছে

 শ্রীকৃষ্ণের প্রথম জন্মদিন

যখন নন্দলাল কৃষ্ণের বয়স এক বছর পূর্ণ হল, তখন ভাদ্রপদের পবিত্র
মাসে তাঁর প্রথম জন্মদিন উদযাপন করা হয়, সেদিন গর্গমুনির নির্দেশনা।
অনুসারে কৃষ্ণের উদ্দেশ্যে পূজা সম্পাদন করা হয় এবং নন্দ মহারাজ কর্তৃক
পবিত্র মন্ত্র জপের এক মহােৎসবের আয়ােজন করা হয়। সেই উৎসবে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজানাে হয় এবং বিভিন্ন ধরণের গীত গাওয়া হয়। শিল্পীরা বিভিন্ন নৃত্য ও নাট্য প্রদর্শন করে। শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অনেক ধরণের উপহার।


সামগ্রী প্রদান করা হয় তখন বজবাসীদের মধুর ও উল্লেখিত শব্দে। চারদিক মুখরিত হল তিল বীজ সহিত ৬ ভাগে সেটি উদ্যাপন। করা হয়, সেগুলাে হল: ১) তিলােধ্বতি, কৃষ্ণের শরীরে তিল। বীজের প্রলেপ লাগানাে ২) তিল্লায়ি, তিলবীজ দ্বারা মিশ্রিত জল দ্বারা কৃষ্ণকে অভিষেক করানাে ৩) তিলহােমি, যজ্ঞে তীল বীজ অর্পন করা ৪) তিলপ্রদি, ব্রাহ্মণদেরকে তিলবীজ  প্রদান করা ৫) তিলভুক, তিলবীজ থেকে তৈরি।বিভিন্ন উপাদ্য কৃষ্ণকে খাওয়ানাে ৬। তিলকপি, ভূমিতে।
তেল বীজরােপন করা, অন্যান্য বিবিধ বস্তু যেমন ধূলি অগুর শস্যও সবুজ দুর্বা ঘাস ইত্যাদি কৃষ্ণের দিব্য কোলে। শরীরে ব্যবহৃত হয়, কৃষ্ণের আয়ুষ্কাল বৃদ্ধির জন্য মৎস্য- মােচন নামে একটি পবিত্র অনুষ্ঠান উদ্যাপন করা হয় । এরপর থেকে প্রতি বছর উৎসবের আয়ােজন আরাে বর্ধিত হয় যেন, কৃষ্ণের বয়সের সঙ্গে প্রতিটি উৎসবের সম্পর্ক রয়েছে। বয়ােজ্যেষ্ঠরা যে সমস্ত খাদ্যশস্য ও বস্ত্র কষ্ণকে
শ্রীকৃষ্ণ ও বলরাম উপহার স্বরূপ প্রদান করেছিল সেগুলাের মাধ্যমে ঐ সমস্ত
ব্যক্তির নাম ও খ্যাতি লাভ হয়েছিল । লােকেরা তখন বলত,এই বত্রটি দিয়েছেন উপনন্দ এবং এই সমস্ত শসা প্রদান করেছেন অভিনন্দন।”এদিকে মাতা যশােদা প্রসাদ প্রদান করে এ শিশু কৃষ্ণকে কোলে নিয়ে তাঁর সাথে ক্রীড়া করছিলেন। মাঝে মাঝে তিনি কৃষ্ণের একে চুম্বন করেন এবং শিশু সুলভ ধ্বনিতে কথা বলতেন যাতে কৃষ্ণ সন্তুষ্ট হন। এর মাধ্যমে যখন কৃষ্ণ হাসতেন তখন যশােদাও হাসতেন এবং অপরিসীম আনন্দের ধারায় নিমজ্জিত হতেন।

 
 
 
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।