এই পোস্টটি 1763 বার দেখা হয়েছে
মন্দিরে যে রকম পোশাক পড়ে আসি না কেন একটু পরিচ্ছন্ন হলেই চলে। বেশিরভাগ লোকেরই সেটাই ধারণা। কিন্তু ভারতের কেরেলায় গুরুবায়ুর নামে অতি পবিত্র মন্দিরে যেন তেন পোশাক পড়ে গেলে আপনি বিপাকে পড়বেন। সেখানে শার্ট,প্যান্ট, বা রঙ বেরঙের কাপড় চোপড় নিষিদ্ধ । শুধুমাত্র সিল্কের তৈরি ধুতি এবং গায়ে ‘অঙ্গবস্ত্রম’ নামে একটি বস্ত্র পরিধান করার অনুমতি আছে। উল্লেখ্য গুরুবায়ুর সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থ হিসেবে পরিণত।