এই পোস্টটি 851 বার দেখা হয়েছে
জর্জ হ্যারিসনও ঘুণাক্ষরে ভাবতে পারেনি যে, তার গাওয়া অ্যালবামটি এতগুলো কপি সারা বিশ্বে বিক্রি হবে। উপরের ছবিটি প্রকৃতপক্ষে একটি মিউজিক অ্যালবামের মোড়ক। ১৯৬৯ সালে বিশ্ববিখ্যাত অ্যাপেল স্টুডিওর মাধ্যমে প্রকাশিত ‘Hare Krishna Mantra’ নামে এ অ্যালবামটি সারা বিশ্বে প্রায় ২ লাখেরও বেশি কপি বিক্রি করে এক অনন্য রেকর্ড গড়েছিল। তৎকালীন সময়ে বিক্রির ক্ষেত্রে চেকোস্লোভাকিয়ায় ৩ নম্বর, বৃটেনে ৯ নম্বর এবং জার্মানী, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, যুগোস্লাভিয়া এবং আরো অনেক দেশে এটি সেরা দশ র্যাংকিং-এর মধ্যে ছিল। যাতে জর্জ হ্যারিসনের সাথে শ্রীল প্রভুপাদের অনেক শিষ্যও সুর দিয়েছিলেন। কোন ভারতীয় সনাতনী সংস্কৃতির গাওয়া এতটা আলোড়ন সৃষ্টি এটাই ছিল প্রথম। হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ জুলাই ২০০৯ সালে প্রকাশিত)