মহেশখালীতে ইসকনের ৫ম তম গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৮ | ৬:৩৩ পূর্বাহ্ণ আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ | ৬:৩৪ পূর্বাহ্ণ

এই পোস্টটি 1144 বার দেখা হয়েছে

মহেশখালীতে ইসকনের ৫ম তম গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব

মহেশখালীতে কক্সবাজার ইসকনের পরিচালনায় শ্রীশ্রী আদিনাথ নামহট্ট সংঘের উদ্যোগে বিগত ১১ ও ১২ নভেম্বর ৫ম তম শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব মহাসমারোহে সম্পন্ন হয়েছে। শ্রীশ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গণে ২দিন ব্যাপি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউ পি মেম্বার চিত্তরঞ্জন দে মহোদয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন কক্সবাজার জেলার ইস্ কন নামহট্ট পরিচালক শ্রীমান অমল হরি গৌরদাস ব্রহ্মচারী প্রভু। এই মহা মহোৎসবে মহা আর্শীবাদক ছিলেন বাংলাদেশ ইস্ কন এর অন্যতম সন্ন্যাসী ও সহ-সভাপতি এবং তারাগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবুল শর্মা। প্রধান অথিতি ছিলেন হিন্দুধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। সম্মানিত অথিতি ছিলেন মহেশখালী সার্কেল এর এ.এস.পি শ্রীযুক্ত রতন কুমার দাশগুপ্ত। উক্ত মহোৎসবে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইস্কনের চট্রগ্রাম বিভাগীয় যুগ্ম- সাধারণ সম্পাদক ও কক্সবাজার শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রাধা গৌবিন্দ দাস ব্রহ্মচারী । বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম রাধা মাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী প্রভু। বিশেষ অথিতি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি) শ্রীযুক্ত প্রভাষ চন্দ্র ধর।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ

আরও ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী শাখার সভাপতি শ্রীযুক্ত ব্রজ গোপাল ঘোষ, আদিনাথ স:প্রা: বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ইস্কন মন্দিরের ভুমি দাতা বৈষ্ণব প্রবর দুলাল ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর সনজিত পাল, কাউন্সিলর রতন কান্তি দে, কাউন্সির সনজিত চক্রবর্তী, ধর্মানুরাগী ও পল্লীচিকিৎসক শ্রীযুক্ত প্রদীপ কুমার দাশ সহ চট্টগ্রাম, কক্সবাজার ও মহেশখালী ইস্কনের ভক্তবৃন্দ। ২দিন ব্যাপি অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ১১ই নভেম্বর রবিবার সন্ধ্যায় তুলসী আরতি, গৌর আরতি, নৃসিংহ আরতি, দামোদর অষ্টকম পাঠ ও সহস্র দামোদর প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান। ১২ই নভেম্বর সোমবার সকাল ১০ টায় কীর্তন সহযোগে নগর পরিক্রমা ও মহারাজকে অভিবাদন। ১১:৩০ মিনিটে বিশ্বশান্তি ও মঙ্গলকামনায় বৈদিক অগ্নিষ্টোম হোমযজ্ঞ। ১২ টায় ধর্মীয় আলোচনাসভা এবং দুপুর ১ টায় শ্রীশ্রী গিরি গোবর্ধন ও অন্নকূট দর্শন ও ভোগ আরতি কীতর্ন সম্পন্ন হয়। এতে প্রায় ১০ – ১২ হাজার ভক্তের সমাগম হয়েছে যা উক্ত অনুষ্ঠানকে একটি মহা মহোৎসবে পরিণত করেছে। এতে সকলের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়েছে। উক্ত সভা সঞ্চালন করেন শ্রীশ্রী আদিনাথ নামহট্ট সংঘের প্রচার সম্পাদক শ্রীমান প্রাণপ্রিয় রাম দাস প্রভু। সভায় বক্তারা বলেন সনাতনীভক্তবৃন্দের ধর্মীয় ভাবগাম্ভীর্য বৃদ্ধির নিমিত্তে পবিত্র দামোদর মাসে শ্রীশ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব এক অতীব গুরুপূর্ণ উৎসব। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও ভক্তিভাব অর্জনের এটি একটি অন্যতম আয়োজন।

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।