এই পোস্টটি 288 বার দেখা হয়েছে
স্নিগ্ধাময়ী সুদেবী দেবী দাসী: এবছর ভারতের সিবিএসই তথা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনে প্রকাশিত একটি ভারতের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের বিষয় “ভারতের সাধু” নামক অধ্যায়ে স্থান দেওয়া হয়েছে। এই অধ্যায়ে ভারতের বিভিন্ন সাধুদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে এবং তা শুরু হয় শ্রীল প্রভুপাদকে নিয়ে। ভারতের ইস্কনের কমিউনিকেশন ডিরেক্টর যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেছেন, “সরকার একটি কমিটি গঠন করে, যারা কি শেখানো উচিত এবং কি শেখানো উচিত নয় তা নির্ধারণ করে। তারই ধারাবাহিকতায় মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের সঠিক ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দেওয়ার অংশ হিসেবে শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদানকে অন্তর্ভূক্ত করে।”