বৈদিক বিজ্ঞানীরা (পর্ব-১)

প্রকাশ: ২১ জুন ২০১৮ | ৭:৪২ পূর্বাহ্ণ আপডেট: ২১ জুন ২০১৮ | ৭:৪২ পূর্বাহ্ণ

এই পোস্টটি 1317 বার দেখা হয়েছে

বৈদিক বিজ্ঞানীরা (পর্ব-১)

বিজ্ঞানের ইতিহাসে অনেক বৈজ্ঞানিক এই বিশ্ব সভ্যতার উন্নয়নে অবদান রেখে গেছেন। যাদের মধ্যে আইনস্টটাইন, নিউটন, ডাল্টন এসব বিজ্ঞানীদের সমগ্র বিশ্ববাসী চেনে। কিন্তু বিজ্ঞানের বর্তমান আরো যারা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সেসব বিজ্ঞঅনীরা এখনও অনেকের কাছে অজানা। বৈদিক বিজ্ঞানের সহায়তায় তারা একে অবদান রেখে গেছেন বিজ্ঞানের প্রতিটি সেক্টরে। নিম্নের প্রতিবেদনটিতে সেসব বিজ্ঞানীদের এক সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল।

পারমানবিক তত্ত্বের প্রতিষ্ঠাতা আচার্য্য কণাড
(৬০০ খ্রিস্টপূর্বাব্দে)
ভারতের ছয়টি প্রধান দর্শনের অন্যতম ‘বৈশেষিক দর্শনের’ প্রতিষ্ঠাতা আচার্য্য কণাড ছিলেন দর্শনের ক্ষেত্রে একজন প্রতিভাধর ব্যক্তি। ধারণা করা হয় তার জন্ম গুজরাটের দ্বারকার নিকটতম স্থান প্রভাস ক্ষেত্রে। তিনি ছিলেন বস্তুতন্ত্রবাদ, ল অব কশিয়েশন এবং পারমানবিক তত্ত্ব প্রদানের অগ্রদূত। তিনি সৃষ্টির সমস্ত বিষয়গুলোকে নয়টি উপাদানে শ্রেণিবিভক্ত করেন যেগুলো হল : মাটি, পানি, আলো, বায়ু, ইথার, কাল, শূন্যস্থান, মন এবং আত্মা। তিনি প্রথম বলেন, “সৃষ্টির প্রতিটি বস্তুই হল পরমানুর তৈরি যেগুলো অনু তৈরিতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়।” তার এই পারমানবিক তত্ত্বই বিশ্ব প্রথমবারের মত আলোচিত হয়। আর তার এ তত্ত্ব ডাল্টনের পরমানুবাদ তত্ত্বের আবিষ্কারের ২৫০০ বছর পূর্বে আবিষ্কৃত হয়। কণাড পরমানুর আকৃতি বা আয়তন এবং গতি ও তাদের মধ্যকার রাসায়নিক বিক্রিয়া সম্পর্কেও বর্ণনা দেন। বিখ্যাত ইতিহাসবিদ টি.এন কোলব্রক বলেছেন, “ইউরোপের বিজ্ঞানীদের সাথে তুলনা করলে কণাড এবং অন্যান্য ভারতীয় বিজ্ঞানীরা ছিল এক্ষেত্রে গ্লোবাল মাস্টার।”

রসায়ন বিজ্ঞানের বিস্ময় নাগার্জুন
(১০০ খ্রিস্টাব্দ)
তিনি রসায়ন বিজ্ঞানের অগ্রগতিতে অনন্য অবদান রাখেন। তার মধ্যে প্রদেশের বালুকা গ্রামে দীর্ঘ ১২ বছরের গবেষনা তিনি রসায়নের অনেক নব আবিষ্কার ও উদ্ভাবনে অবদান রাখেন। তার প্রকাশিত ‘রস রত্নকার’, ‘রসরুদ্য’, ‘রসেন্দ্রমঙ্গল’ হল রসায়ন বিজ্ঞানের অনন্য গ্রন্থাবলী। যেখানে ইংল্যান্ডের বিখ্যাত এলকেমিস্টরা ব্যর্থ হয়েছেন সেখানে Alchemy of transmuting base metals into gold  আবিষ্কার করেছিলেন। ‘আরোগ্যমঞ্জন’ এবং ‘যোগেশ্বর’ এর মত চিকিৎসা বিষয়ক গ্রন্থের লেখক হিসেবে, তিনি মেডিসিনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার বিশাল পান্ডিত্যের জন্য তিনি বিখ্যাত ‘নালন্দ’ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। নাগার্জুনের বিস্ময়কর আবিষ্কারগুলো এখনও বর্তমান বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর।

মেডিসিনের জনক আচার্য্য চরক
(৬০০ খ্রিস্টপূর্বাব্দ)
তখন আচার্য্য চরককে বলা হয় মেডিসিনের জনক। তার বিখ্যাত কর্ম ‘চরক সংহিতা’ কে এক আয়ুর্বেদের এনসাইক্লোপিডিয়া হিসেবে বিবেচনা করা হয়। যখন ইউরোপে অ্যানাটমির বিজ্ঞানের উপর ভিন্ন তত্ত্বে বিভ্রান্ত তখন অচার্য্য চরক তার বিস্ময়কর প্রতিভার মাধ্যমে এর সঠিক তথ্য উদঘাটন করলেন। তিনি মানব অ্যানাটমি, ভ্রুনতত্ত্ব, ঔষদবিজ্ঞান (Medical Science) রক্ত সঞ্চালন এবং ডায়বেটিস, যক্ষ্মা, হৃদরোগের মত রোগ নিরাময় তত্ত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন। চরক সংহিতায় তিনি ১ লক্ষ ঔষধি বৃক্ষের গুনাগুন এবং সেগুলোর কার্যকলাপ সম্পর্কে বর্ণনা দেন। তিনি সুষম খাবার এবং মন ও দেহের কার্যকলাপের উপর বেশি জোড় দেন। ডায়াগনস্টিক এবং Curative  বিজ্ঞানের ক্ষেত্রে পারমার্থিক ও শারীরিক স্বাস্থ্যের মধ্যে বিরাজমান পারস্পরিক সম্পর্কের যে বিশাল অবদান রয়েছে সেটি প্রমাণ করেন। আয়ুবের্দ চিকিৎসার ক্ষেত্রে যার অবদান সবার উপর সেই ঋষি-বিজ্ঞানীকে পুরো বিশ্ব এখনও শ্রদ্ধাভরে স্মরণ করে। (চলবে…) হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ মার্চ ২০১২ সালে প্রকাশিত)
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।