শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

বিশ্বের বৃহত্তম রান্নাঘর

প্রকাশ: ১৬ জুন ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ আপডেট: ১৬ জুন ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ
বিশ্বের বৃহত্তম রান্নাঘর

শ্রী জগন্নাথদেব হচ্ছেন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর। পুরীতে অবস্থিত জগন্নাথদেবের ভোগ প্রস্তুতকারী রান্নাঘরটি সমগ্র পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম রান্নাঘর । রান্নাঘরটির দৈর্ঘ্য-১৫০ ফুট, প্রস্থ ১০০ ফুট, এবং উচ্চতা ২০ ফুট। উক্ত রান্নাঘরটি ৩২ কক্ষ বিশিষ্ট যাতে ভোগ রান্নার জন্য ২৫০টি বিশাল মাপের হাঁড়ি রয়েছে। এখানে ভগবানের ভোগ রন্ধনের জন্য প্রতিদিন ৬০০ জন সেবক এবং তাদের ২০০ জন সহকারী কাজ করে থাকে। এখানে তিন ধরণের চুল্লী রয়েছে। যেমন- অন্ন চুল্লী, আহিয়া চুল্লী এবং পিঠা চুল্লী উক্ত রান্নাঘরের চুল্লির আগুনকে বলা হয় “বৈষ্ণব অগ্নি” কারণ এটি ভগবান জগন্নাথদেবের রান্নাঘরের অগ্নি, যা স্বয়ং ভগবান জগন্নাথদেব বা ভগবান বিষ্ণুকে সেবা করছে। এখানে অগ্নি কখনো নিভে না।

সম্পর্কিত পোস্ট

About csbtg