এই পোস্টটি 162 বার দেখা হয়েছে
ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন তিনি অনেক মুনি ঋষিদের আশ্রমে অবস্থান করেছিলেন। তাঁরা ভগবানের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন যে, বনবাস শেষে ভগবান তাঁর রাজ্যে ফিরে যাচ্ছিলেন তখন তারা ভগবানের বিচ্ছেদ বিরহে কাতর হয়ে পড়েন। তারা ভগবানকে ফিরে না যাওয়ার অনুরোধ করলেন। তখন এ সমস্যা সমাধনের জন্য স্বয়ং বিশ্বকর্মা ভগবান রামচন্দ্রের একটি বিগ্রহ তৈরি করেন যার সৌন্দর্য্য দর্শন করে ঋষিরা সন্তুষ্ট হন এবং ভগবান তখন অযোধ্যা অভিমুখে গমন করেন। সেই বিগ্রহ একসময় অপ্রকট হয়েছিলেন কিন্তু রাজা সরোবোজিকে স্বপ্নে ভগবান দিকনির্দেশনা দেন কিভাবে সেই বিগ্রহ প্রকটিত হবে। পরে একটি স্থানে ভূ-খননের পর সেই বিগ্রহ প্রকট হন এবং এখনও অবধি ভারতে ভক্তদের সেবা গ্রহণ করছেন।
উপরের ছবিটি ভগবান শ্রীরামচন্দ্রের সেই বিগ্রহের। হরেকৃষ্ণ।
চৈতন্য সন্দেশ অ্যাপ ডাউনলোড করুন :https://play.google.com/store/apps/details?id=com.differentcoder.csbtg
মাসিক চৈতন্য সন্দেশ জুলাই ২০২৩ হতে প্রকাশিত