এই পোস্টটি 227 বার দেখা হয়েছে
হরে কৃষ্ণ,
সুপ্রিয় সিলেটবাসী বর্তমান বন্যার ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবাই নাজেহাল। অনেকের ঘরে জল,বিদ্যুৎ নাই, গ্যাস নাই, খাবার নাই, হয়তো শিশু কিংবা বৃদ্ধদের নিয়ে মহাবিপদে আছেন। এমত অবস্থায় ইস্কন সিলেটের পক্ষ থেকে আপনাদের সেবা আর সাহায্যের মনোভাব নিয়ে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে বিনামূল্যে থাকা-খাওয়া, মেডিকেল সেবার সহ সকল প্রকার ব্যবস্থা রয়েছে। যেকোনো সময় আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারে। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ব্যক্তিগতভাবে কারো সাথে যোগাযোগ করতে পারছিনা। তাই আপনি দয়া করে এই সংবাদটি আপনার আশেপাশে থাকা বন্যার্ত, অসহায়, গৃহবন্দী যে কাউকে জানিয়ে সাহায্য করতে পারেন। শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিব।
আপনাদের সেবায়
ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী।
অধ্যক্ষ ইস্কন সিলেট।