এই পোস্টটি 1035 বার দেখা হয়েছে
অদ্য ১৯/০১/২০১৯ ফেনী জেলা কারাগারে (২য় বার) শ্রীমদ্ভগবদ গীতা ও প্রসাদ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় গৃহস্থ কাউন্সিল সদস্য ও ফেনী শ্রীশ্রী রাধা বংশীধারী মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নিতাই গৌরাঙ্গ দাস ফেনী কারাগার জেলার মোঃ দিদারুল আলম, ইসকন নন্দনকাননের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, কারাগার ডেপুটি জেলার মনির হোসেন।।