প্রেসিডেন্টের সুপারহিরো

প্রকাশ: ১৩ মার্চ ২০২১ | ১২:৩৩ অপরাহ্ণ আপডেট: ১৩ মার্চ ২০২১ | ১২:৩৩ অপরাহ্ণ

এই পোস্টটি 434 বার দেখা হয়েছে

প্রেসিডেন্টের সুপারহিরো

 

পৃথিবীর ইতিহাসে অনেক সুপারহিরো রয়েছে, যারা এখনো পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তির আদর্শ। কিন্তু কোনো একটি দেশের প্রেসিডেন্টের সুপারহিরো যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়, তবে বিষয়টি কৌতূহল উদ্দীপক। এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল, “যদি সামর্থ্য থাকতো কোনো সুপার হিরো হওয়ার, তবে কি ধরনের অতিন্দ্রীয় শক্তি আপনি লাভ করতে চান? কোন সুপারহিরোকে আপনি অনুসরণ করতে চান?” এর উত্তরে তিনি বলেন ‘কৃষ্ণ।’ তার কারণ হিসেবে তিনি বলেন, “কেননা কৃষ্ণকে ইন্দোনেশিয়াতে শক্তিমান হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত, জাভা অঞ্চলে। দ্বিতীয়ত, কৃষ্ণের একটি শক্তিশালী অস্ত্র রয়েছে। যেটি হল চক্র। যার কারণে তিনি যে শক্তিমান শুধু তাই নয় তিনি অত্যন্ত বিজ্ঞও। তাই আমি তাকে আমার সুপার হিরো হিসেবে পছন্দ করি।”

সূত্র: ইউটিউব

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।