এই পোস্টটি 434 বার দেখা হয়েছে
পৃথিবীর ইতিহাসে অনেক সুপারহিরো রয়েছে, যারা এখনো পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তির আদর্শ। কিন্তু কোনো একটি দেশের প্রেসিডেন্টের সুপারহিরো যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়, তবে বিষয়টি কৌতূহল উদ্দীপক। এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল, “যদি সামর্থ্য থাকতো কোনো সুপার হিরো হওয়ার, তবে কি ধরনের অতিন্দ্রীয় শক্তি আপনি লাভ করতে চান? কোন সুপারহিরোকে আপনি অনুসরণ করতে চান?” এর উত্তরে তিনি বলেন ‘কৃষ্ণ।’ তার কারণ হিসেবে তিনি বলেন, “কেননা কৃষ্ণকে ইন্দোনেশিয়াতে শক্তিমান হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত, জাভা অঞ্চলে। দ্বিতীয়ত, কৃষ্ণের একটি শক্তিশালী অস্ত্র রয়েছে। যেটি হল চক্র। যার কারণে তিনি যে শক্তিমান শুধু তাই নয় তিনি অত্যন্ত বিজ্ঞও। তাই আমি তাকে আমার সুপার হিরো হিসেবে পছন্দ করি।”
সূত্র: ইউটিউব