এই পোস্টটি 173 বার দেখা হয়েছে
শ্রীল প্রভুপাদ হাজার হাজার ভক্তদের দীক্ষা প্রদান করেছিলেন তবে প্রশ্ন হল, তার মধ্যে সর্বকনিষ্ঠ ভক্ত কে ছিলেন? উত্তর হল- শ্রীল প্রভাব দাসই হলেন প্রভুপাদের সর্বকনিষ্ট শিষ্য। যিনি মাত্র ৯ বছর বয়সে দীক্ষা গ্রহণ করেছিলেন। ১৯৭৫ সালের এপ্রিল মাসে রামনবমী তিথিতে শ্রীধাম বৃন্দাবনে সেই দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীমান প্রভাব দাস বর্তমানে অষ্ট্রেলিয়ার ইস্কন মেলবোর্নে মন্দিরের অধীনে শ্রীল প্রভুপাদের বাণী নিরলসভাবে প্রচার করে চলেছেন।