উপরের ছবিটি একটি ডাকটিকিট এর ছবি যা ভারত সরকার কর্তৃক চালু হয়। বিশ্বব্যাপী সনাতন ধর্ম প্রচারে অনবদ্য অবদানের জন্য ইসকন প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রীল ভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত প্রভুপাদের প্রতি তজ্ঞতা স্বরূপ ‘ভক্তিবেদান্ত স্বামী’ নামক ই ডাকটিকিটটি প্রকাশ করা হয়।
চৈতন্য সন্দেশ আগস্ট স-২০০৯ প্রকাশিত