এই পোস্টটি 1339 বার দেখা হয়েছে
রূপেশ্বর নিতাই দাস: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপার্শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যে উদ্দেশ্যকে নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ( ইস্কন) প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্দেশ্যকে সামনে রেখে ইস্কন যুব প্রচার বিভাগ ( IYF) বাংলাদেশে এই প্রথম বারের মতো আয়োজন করেছে SLATE CAMP (Servant Leaders Applied Training & Education)। ইস্কন যুব প্রচার বিভাগের সাথে যুব সমস্ত প্রচারকেরদের সেবা মনোভাব বজায় রেখে কিভাবে দৃষ্টান্তমূলক নেতৃত্ব প্রদান করা যায়, সেই বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছে এই ক্যাম্পের । বাংলাদেশ ইস্কন এর প্রথম মন্দির হাটহাজারীতে শ্রী শ্রী পুন্ডরীক ধাম ৬ দিন ব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। ইস্কন যুব প্রচারের অন্যতম পথ নির্দেশক শ্রীপাদ রাধেশ্যাম দাস ব্রহ্মচারী (এম.টেক, আই.আই.টি, মুম্বাই) এই ক্যাম্পের সমস্ত ওয়ার্কশপ পরিচালনা করেন। তিনি নিউ বেদিক কালচারাল সেন্টার (NVCC) পুনে এর অধ্যক্ষ, VOICE (Vedic Oasis for Inspiration Culture & Education) এর পরিচালক। সারা বিশ্বব্যাপী যুব প্রচারে তার মূল্যবান অবদানের জন্য ২০০৪ সালে Global excellency award প্রদান করে।
ইস্কনের যুব প্রচারের বুদ্ধিদীপ্ত প্রচারক (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ, ঠাকুরগাওঁ, রংপুর, দিনাজপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, খুলনা) সহ বাংলাদেশ ইস্কনের জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি , কোর কমিটির সদস্যদের মধ্যে অন্যতম শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী (সাধারণ সম্পাদক, ইস্কন বাংলাদেশ), শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী (যুগ্ম সাধারণ সম্পাদক, ইস্কন বাংলাদেশ), শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগ), শ্রীপাদ রাধাগোবিন্দ দাস ব্রহ্মচারী (অধ্যক্ষ, কক্সবাজার), শ্রীপাদ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী (অধ্যক্ষ, নন্দনকানন), শ্রীপাদ মিত্রগোপ কৃষ্ণ দাস ব্রহ্মচারী (উপদেষ্টা, আই.ওয়াই.এফ, ঢাকা), শ্রীপাদ দেবর্ষি শ্রীবাস দাস (পরিচালক, আই.ওয়াই.এফ, সিলেট), শ্রীমান হরিপ্রেম প্রসাদ দাস ব্রহ্মচারী (পরিচালক, আই.ওয়াই.এফ, নোয়াখালী), শ্রীমান রাধপতি কেশব দাস ব্রহ্মচারী, শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী শ্রীমান সাধুকৃপা দাস ব্রহ্মচারী, শ্রীমান ত্রিভঙ্গশ্যাম দাস ব্রহ্মচারী, ও বিভিন্ন ইস্কন প্রচার কেন্দ্রের পরিচালকগণ সহ সর্বমোট ৮০ জন ভক্ত ওয়ার্কশপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই ক্যাম্পের মাধ্যমে সমস্ত ইস্কন লিডার ও যুব প্রচারকগণ ভক্তি জীবন অনুশীলন ও প্রচারের জন্য অদম্য উৎসাহ লাভ করেন।