
১৯৬৫ সালে ৬৯ বছর বয়সে শ্রীল অভয়চরনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সম্পূর্ণ সহায়-সম্বলহীন অবস্থায় জাহাজে করে আমেরিকার বাটলার শহরে গিয়ে পৌছান । বাটলারে অবতরণ করে ভগবানের দিব্য মহিমা প্রচার করতে শুরু করেন। তার পর ১৯৬৭ সালে তিনি সানফ্রানসিস্কোর গোল্ডেন পার্কে শুরু করলেন শ্রীজগন্নাথদেবের রথযাত্রা। পাশ্চাত্যের মাটিতে সেটিই ছিল প্রথম রথযাত্রা।