শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

নীরবে নাকি উচ্চস্বরে? জপ টিপস্

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১১:১৪ পূর্বাহ্ণ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১১:৪৪ পূর্বাহ্ণ
নীরবে নাকি উচ্চস্বরে? জপ টিপস্

সৎ স্বরূপ দাস গোস্বামী রচিত Japa reform notebook গ্রন্থটির অনুবাদ

“তোমার প্রশ্নের উত্তরে আমি বলছি, জপ নীরবে কিংবা ভিন্ন কোন নিয়মেই যে করতে হবে এর কোন প্রয়োজনীয়তা নেই। উচ্চস্বরে কিংবা মৃদুস্বরেই জপ কর, সবই ঠিক আছে ৷ এতে কোন বাধ্যবাদকতা নেই। শুধুমাত্র একটা জিনিসই গুরুত্বপূর্ণ তা হল আমাদের উচিত অত্যন্ত মনোযোগ সহকারে জপ করা, খুব গভীরভাবে মহামন্ত্রের শব্দতরঙ্গ শ্রবণ করা”

সৎ স্বরূপ দাস গোস্বামীর কাছে শ্রীল প্রভুপাদের পত্র, ৮ মার্চ, ১৯৬৯——–

সম্পর্কিত পোস্ট

About csbtg