শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

নিরামিষাশী ব্রুস লী

প্রকাশ: ৩০ জুন ২০১৮ | ৭:৫৬ পূর্বাহ্ণ আপডেট: ৩০ জুন ২০১৮ | ৭:৫৭ পূর্বাহ্ণ
নিরামিষাশী ব্রুস লী

ব্রুস নাম শুনেই চিনে যাওয়ার কথা। এককালের খ্যাতিমান চাইনিজ, আমেরিকান এবং হংকং অভিনেতা, মার্শাল আর্টিষ্ট, দার্শনিক ও সফল চিত্র পরিচালক। তিনি বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ট প্রভাবশালী মার্শাল আর্টিষ্ট হিসেবে পরিচিত। টাইম ম্যাগাজিনে বিংশ শতাব্দীর ১০০ জন সবচেয়ে প্রভাবশালী লোকের তালিকার মধ্যে তার নাম অন্যতম হিসেবে স্থান পায়। তার সেরা সেরা চলচিত্রগুলোর মধ্যে ড্রাগন নামে চলচিত্রগুলো এখনও গোটা বিশ্বের দর্শকদের জন্য খুবই জনপ্রিয়। ব্রুস লী খুব ভোরে উঠতে ভালোবাসতেন এবং খুব ভোর থেকেই তার দিনের কার্যক্রম শুরু করতেন। শারীরিক শক্তিশালী গঠনের জন্য দর্শকদের কাছে ব্রুস লী অন্যভাবে জনপ্রিয় ছিল। আর এরকম একজন খ্যাতিমান অভিনেতাই ছিলেন একসময় নিরামিষাশী। যদিও তিনি এখন বেঁচে নেই কিন্তু এখনও সুঠাম শক্তিশালী দেহের অধিকারী ব্রুস লী এর ছবি অনেকের বাড়িতে দেয়ালে ঝুলতে দেখা যায়। নিরামিষাশী এ ব্যক্তির উপরের ছবিটি দেখেই বোঝা যায় নিরামিষ খেলে কেউ রোগা বা শুকিয়ে যায় না বরং ব্রুস লী এর শক্তি সামথ্যের অধিকারী হওয়া যায়। হরে কৃষ্ণ!

মাসিক চৈতন্য সন্দেশ জানুয়ারি ২০১০ প্রকাশিত

সম্পর্কিত পোস্ট

About csbtg