এই পোস্টটি 1030 বার দেখা হয়েছে
আমরা বন্ধুজনের আচার-আচরণ নিয়ে তার নামে কত কথা বলতে অভ্যস্ত হয়ে পড়ি। তাতে আমাদের দোষ ঘটে। তার পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের কথা যদি আলোচনা করতে অভ্যাস করি, তাহলে মঙ্গল লাভ হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ”শুদ্ধ ভক্তের সঙ্গে কৃষ্ণ নাম আলোচনা করতে করতে অতি শ্রীঘ্র আমাদের শুদ্ধভক্তিতে রুচি আসে”। তখন যে নাম আমাদের জিহ্বায় আবির্ভূত হন, সেই নাম ‘শুদ্ধ নাম’ হন। সেই সঙ্গে যারা নাম অপরাধে নিযুক্ত তাঁদের সঙ্গ থেকে দূরে থাকতে হয়। কেননা নাম-অপরাধীর সঙ্গে থাকলে শুদ্ধ নামের উদয় হয় না। অপরাধশুন্য জপকারী ব্যক্তি সর্বদা অন্যের মঙ্গল চিন্তায় উদ্বিগ্ন হন।