নরকের প্রহরী

প্রকাশ: ১৯ জুন ২০১৮ | ১:০৩ অপরাহ্ণ আপডেট: ১৯ জুন ২০১৮ | ১:০৫ অপরাহ্ণ

এই পোস্টটি 1161 বার দেখা হয়েছে

নরকের প্রহরী

স্বর্গ ও নরক আদৌ আছে কিনা এ ধরণের দ্বন্দ্ব চলে আসছে অনেকদিন দরে। কিন্তু শাস্ত্রের ভাষ্য মতে অবশ্যই স্বর্গ ও নরক বিদ্যমান। যারা পাপ কর্ম করবে তাদের মৃত্যুর পর নরকরে প্রহরী যমদূত নরকে নিয়ে যাবে। অবাক হলেও সত্য যে, গত বছর আমেরিকার দ্যা পিউফোরাম অন রিলেজিয়ান এন্ড পাবলিক লাইফ নামে একটি সংস্থা প্রায় ৩৫০০০ আমেরিকানদের উপর গবেষণা চালিয়ে দেখেছে, প্রায় ৫৯% আমেরিকানবাসী বিশ্বাস করে নরক রয়েছে এবং তাদের মৃত্যুর পর কর্মানুসারে তাদেরকে সেই নরকে শাস্তি দেয়া হবে। এ সংস্থাটির মতো এ সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।                                                                          হরেকৃষ্ণ।

(মাসিক চৈতন্য সন্দেশ ডিসেম্বর ২০০৯ সালে প্রকাশিত)

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।