এই পোস্টটি 91 বার দেখা হয়েছে
চৈতন্য ভাগবতে (অন্ত্যখণ্ড ৫/৫৩১) শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভুর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে লিখেন,
নিত্যানন্দ-স্বরূপের দেখি’ অলঙ্কার।
সুবর্ণ প্রবালমনি মুক্তা দিব্যহার।
অর্থাৎ তিনি নিত্যানন্দের স্বরূপ দর্শন করে দেখেছিলেন তাঁর শ্রী অঙ্গে শোভা পাচ্ছে দিব্য হার ও অলঙ্কার যেগুলো স্বর্ণ, প্রবাল ও মনি-মুক্তা দিয়ে তৈরি। উপরের ছবিতে যে অলঙ্কার প্রদর্শিত হচ্ছে, তা স্বয়ং নিত্যানন্দ প্রভু পরিধান করতেন যা এখনো বৃন্দাবনে ‘রাধা-দামোদর মন্দির’-এর নিকটে অবস্থিত নিত্যানন্দ ভাটে সযত্নে সংরক্ষিত রয়েছে।