ডায়েরী

প্রকাশ: ১৬ জুন ২০১৮ | ৭:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ১৬ জুন ২০১৮ | ৭:৩৪ পূর্বাহ্ণ
ডায়েরী

সিন্দিয়া স্টীম কোম্পানীর কাছ থেকে প্রভুপাদ সৌজন্য উপহার স্বরূপ একটি ডায়েরী পেয়েছিলেন। এ ডায়েরীতে শ্রীল প্রভুপাদ তার যাত্রাকালীন সংগ্রামের অনেক ঘটনাবলী লিপিবদ্ধ করেন। তিনি যখন নিউইয়র্কে ছিলেন তখন ১৯৭২ সাল পর্যন্ত একে নিরাপদে নিউইয়র্ক মন্দিরে সংরক্ষিত রাখা হয়। পরবর্তীতে শ্রীল প্রভুপাদ বলিমার্ধন দাস নামে তার এক শিষ্যকে এটি ব্যক্তিগতভাবে রাখার জন্য অনুরোধ জানান। বর্তমানে এই অতি গুরত্বপূর্ণ ডায়েরীটি তার কাছেই রয়েছে। তিনি বিভিন্ন উপায়ে এর যথাযথ সংরক্ষণ করে চলছেন। মাঝে মাঝে বিভিন্ন উৎসবে এটি প্রদর্শন করা হয়। হরেকৃষ্ণ।

(মাসিক চৈতন্য সন্দেশ জুলাই ২০০৯ সালে প্রকাশিত)

সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।