এই পোস্টটি 805 বার দেখা হয়েছে
সিন্দিয়া স্টীম কোম্পানীর কাছ থেকে প্রভুপাদ সৌজন্য উপহার স্বরূপ একটি ডায়েরী পেয়েছিলেন। এ ডায়েরীতে শ্রীল প্রভুপাদ তার যাত্রাকালীন সংগ্রামের অনেক ঘটনাবলী লিপিবদ্ধ করেন। তিনি যখন নিউইয়র্কে ছিলেন তখন ১৯৭২ সাল পর্যন্ত একে নিরাপদে নিউইয়র্ক মন্দিরে সংরক্ষিত রাখা হয়। পরবর্তীতে শ্রীল প্রভুপাদ বলিমার্ধন দাস নামে তার এক শিষ্যকে এটি ব্যক্তিগতভাবে রাখার জন্য অনুরোধ জানান। বর্তমানে এই অতি গুরত্বপূর্ণ ডায়েরীটি তার কাছেই রয়েছে। তিনি বিভিন্ন উপায়ে এর যথাযথ সংরক্ষণ করে চলছেন। মাঝে মাঝে বিভিন্ন উৎসবে এটি প্রদর্শন করা হয়। হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ জুলাই ২০০৯ সালে প্রকাশিত)