এই পোস্টটি 956 বার দেখা হয়েছে
এখানে আপনারা একটি সংবাদপত্রের পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে বিশ্ববিখ্যাত “টাইমস্ ম্যাগজিন” এর একটি প্রতিবেদন। প্রতিবেদনে কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সমগ্র পাশ্চাত্যজগত বিজয়ের বাণী ঘোষিত হয়েছে। প্রভুপাদ হরিনাম মন্ত্রের সুধা দিয়ে পাশ্চাত্যবাসীকে কৃষ্ণভক্তে পরিণত করে অস্থিরতা দূর করে শান্তির সুবাতাস বিতরণ করেন। এখানে প্রভুপাদের উচ্ছসিত প্রশংসা করা হয়।