এই পোস্টটি 266 বার দেখা হয়েছে
গঙ্গ রাজ বংশের পুরুষোত্তমদেব নামে শ্রীজগন্নাথের একজন মহান ভক্ত ছিলেন। তিনি নিজে বিশেষ বিচক্ষণতার সঙ্গে পুরীধামে রথযাত্রার পরিচালনার দায়িত্ব গ্রহণ করতেন, শুধু তাই নয়, রথযাত্রার দিনে তিনি স্বহস্তে সুবর্ণ মার্জনীর দ্বারা রথাগ্রে রাস্তা ঝাড়ু দিতেন আজও সেই ধারা প্রবাহিত হয়ে আসছে। আজও রথ টানার পূর্বে পুরীর বর্তমান রাজা শ্রীগজপতি মহারাজ শ্রীশ্রী দিব্যসিংহদেব সুবর্ণ মার্জনীর দ্বারা পথ মার্জন করে থাকেন তারপর শুরু হয় রথযাত্রা।