এই পোস্টটি 163 বার দেখা হয়েছে
সরূপ দাস গোস্বামীর : অন্যান্য বিভিন্ন যোগে নির্দেশ দেওয়া হয়েছে, প্রথমে একটি স্থানে বসে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হবে। এটি করতে হবে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রন করার জন্য যখন ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হবে তখন মন নিয়ন্ত্রিত হবে। মন নিয়ন্ত্রিত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারবে। আমাদের যোগ ও ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রন করার মাধ্যমে মনকে | নিয়ন্ত্রন করা যায়। তবে তা দু’টো উপায়ে। একটি হল জিহ্বা দিয়ে কথা বলার মাধ্যমে আরেকটি হল শ্রবনের মাধ্যমে। যদি এই দুটো ইন্দ্রিয় এভাবে মহামন্ত্র শ্রবণ এবং উচ্চারণে ব্যবহার করা হয় তবে আপনি মনকে নিয়ন্ত্রন করতে পারেন। তাই আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি এবং শ্রবণ করি। এভাবে মনও নিয়ন্ত্রিত হয়।
চৈতন্য সন্দেশ অ্যাপ ডাউনলোড করুন :https://play.google.com/store/apps/details?id=com.differentcoder.csbtg
Hare Krishna Thanks For Reading