
শ্রীমান নাড়ু গোপাল দাস: আমাদের প্রত্যেকেরই একটি আসল স্বরূপ রয়েছে। স্বরূপগতভাবে আমরা সৎ, চিৎ ও আনন্দময়। আমরা চিন্ময় জগৎবাসী। যেখানে বৃক্ষমাত্রই চিদ গত-কল্পতরু, ভূমিমাত্রই চিন্তামণি অর্থাৎ চিন্ময় মণিবিশেষ, জলমাত্রই অমৃত, কথামাত্রই গান, গমনমাত্রই নাট্য, যেখানে ভূত ও ভবিষ্যৎরূপ খণ্ডত্বরহিত চিন্ময়কাল নিত্য বর্তমান। যেখানে ভবনসমূহ অগণিত কল্পবৃক্ষে আবৃত। যেখানে সর্বদা কৃষ্ণকেন্দ্রিক জীবন এবং সবকিছু কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানার্থে সম্পাদিত হয়। যেখানে কোনো দুঃখ নেই, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি নেই। কিন্তু এই জড় জগৎ স্বাভাবিকভাবেই আমাদের স্বরূপবিরুদ্ধ। আমরা কৃষ্ণকে ভুলে এই জড় জগতে পতিত হয়েছি। এই জগৎকে ভগবান কৃষ্ণ দুঃখালয় ও অনিত্য বলে অভিহিত করেছেন। তবুও এখানে আমরা অনিত্যকে নিত্য এবং দুঃখকে সুখ বলে মনে করি। এখানে আমরা জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির চক্রে আবদ্ধ। কিন্তু যখনই আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে কৃষ্ণের সাথে আমাদের হারানো সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করি তখন আমরা ধীরে ধীরে আমাদের আসল স্বরূপ উপলব্ধি করতে পারি এবং জড় জগতের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি। এই জড় জগতে অবস্থান কালে আমাদের কীভাবে চলা উচিত তা আমরা শিখতে পারি, জড় জগতের অনিত্য সম্পর্ককে ভ্রান্তভাবে নিত্য বলে মনে করি না। মায়ার প্রকৃত স্বরূপ জানতে পারি। জপই একমাত্র ভরসা যা আমাদের বাস্তব উপলব্ধি প্রদান করে এবং যার মাধ্যমে আমরা চিন্ময় আনন্দ লাভ করতে পারি।
জানুয়ারি-২০২৩ প্রকাশিত