এই পোস্টটি 510 বার দেখা হয়েছে
ললিত মাধবের প্রথম নাটকের ৪র্থ থেকে ৪১ নং শ্লোকে শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেন যে, পুতনা শ্রীমতি রাধারাণীকে ব্রজে নিয়ে এসেছিলেন। তিনি লিখেছেন যে, বিন্দ্যা পর্বতের রাজা কঠোর তপস্যা করেছিলেন দুটি কন্যা সন্তান প্রাপ্ত হওয়ার জন্য যারা কৃষ্ণকে বিবাহ করবেন। তার সেই মনোবাসনা পূরণের জন্য, ব্রহ্মা দেবী যোগমায়াকে অনুরোধ করেছিলেন চন্দ্রভানুর পত্নী এবং বৃষভানু মহারাজের পত্নীর কন্যাদের বিন্দ্রার রাজার পত্নীর গর্ভে স্থানান্তরের জন্য। এই দুই কন্যা পরবর্তীতে বিন্দ্যার রাজার পত্নীর কন্যা হয়েছিলেন, যারা হলেন শ্রীমতি রাধারাণী ও চন্দ্রাবলী। কংসের নির্দেশ ছিল পুতনা যেন শুধু ছোট ছোট বালকদের হত্যা করেন। আর ছোট বালিকাদের অপহরণ করতে হবে। এভাবে পুতনা যখন বিন্দ্যার পর্বতসমূহের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সুন্দর দুইজন বালিকাদের দেখতে পেলেন এবং পুতনা তাদের অপহরণ করে তাদেরকে বহন করে ব্রজে নিয়ে এসেছিলেন। যখন তিনি উড়ে যাচ্ছিলেন তখন বিন্দ্যার পর্বতের প্রধান পূজারী একটি অসুর নিধন মন্ত্র জপ করছিলেন। এটি শ্রবণ করে পুতনা ভীত হয়েছিলেন এবং প্রথম কন্যা চন্দ্রাবলীকে ফেলে দিলেন। চন্দ্রাবলী তখন একটি নদীর স্রোতপ্রবাহে পতিত হয়েছিল। যখন কৃষ্ণ পুতনাকে হত্যা করেন, পৌর্ণমাসি নিরবে রাধারাণীসহ আরো পাঁচজন বালিকাকে পুতনার কোল থেকে উদ্ধার করেন এবং ব্রজের বিভিন্ন স্থানে রাখেন। একটি গোপন স্থানে পৌর্ণমাসি রাধারাণীকে যশোদার ধাত্রী মুখরের কাছে তুলে দিয়ে বললেন, “হে জ্যেষ্ঠ, এই নিন আপনার জামাতা বৃষভানুর কন্যা।”