এই পোস্টটি 1414 বার দেখা হয়েছে
চৈতন্য সন্দেশ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের ১ম তলার ছাদ ঢালা কার্য সুসম্পন্ন হল। কন্সট্রাকশনের দায়িত্বর রত শ্রীমান শচীদুলার প্রেম সাগর দাস ব্রহ্মচারী প্রভু বলেন, “ এই নির্মাণ নিখুঁতভাবে সুসম্পন্ন করতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।’ তিনি আরো বলেন, সবাই প্রার্থনা করবেন যাতে এই নির্মাণ কার্য দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করতে পারি। হরেকৃষ্ণ