এই পোস্টটি 178 বার দেখা হয়েছে
এ উপমহাদেশে ব্রিটিশরা অনেক দিন শাসন করেছে সেটি সবারই জানা এবং তারা নিঃসন্দেহে এ উপমহাদেশের সংস্কৃতির সঙ্গেও পরিচিত হয়েছিল। বিরল হলেও তাদের কেউ কেউ আবার বিভিন্ন মন্দিরের বিগ্রহের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে মূল্যবান উপহারও প্রদান করেছিলেন। অবাক হলেও সত্য যে, ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ কঞ্চিপুরমের ভরদরাজ পেরুমল বিগ্রহকে (ভগবান বিষ্ণুর যে বিগ্রহ এক যজ্ঞ থেকে প্রকাশিত হয়েছিল) একটি গলার হার উপহার দিয়েছিলেন। মহরকন্তি নামের এ মূল্যবান নেকলেসটি ক্লাইভ গরুড় সেবা উৎসবের সময় প্রদান করেছিলেন যা ভগবান বিশেষ বিশেষ উৎসবের সময় পরিধান করে থাকেন।
নভেম্বরে ২০২২ প্রকাশিত