ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ইস্‌কন প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ আপডেট: ২১ আগস্ট ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ

এই পোস্টটি 172 বার দেখা হয়েছে

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ইস্‌কন  প্রতিনিধি

শ্রীমান রাধামোহন দাস: বিশ্বের অত্যন্ত বিখ্যাত হাতেগনা যে কয়েকটি সুপ্রসিদ্ধ ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ‘ক্যামব্রিজ ইউনিভার্সিটি’ হলো একটি। এই ইউনিভার্সিটি শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রেখে যাচ্ছে। এখানে টেক্স বুক হিসেবে “শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ” পাঠদান করা হয়। সম্প্রতি এই ইউনিভার্সিটিতে “একবিংশ শতাব্দীতে ধর্মের প্রয়োজন আছে কি?” শীর্ষক একটি বিশাল সেমিনার আয়োজিত হয়। যেখানে প্রত্যেক ধর্মের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ্রগ্রহণ করেন। উক্ত সেমিনারটির বিশেষত্ব ছিল-মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধকে পরিশীলিতকরণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতামূলক সুসম্পর্ক গড়ে তোলা যাতে করে জাতিতে-জাতিতে, দেশে-দেশে যুদ্ধ-বিবাদ, হানাহানি বন্ধ করে প্রকৃত সুখ ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। ঐ সেমিনারে ইস্‌কন  প্রতিনিধি হিসেবে ‘সুতপা দাস’ প্রভু অংশ গ্রহণ করেন। তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ধর্মের প্রয়োজন সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক আলোকপাত করেন। তাঁর বক্তব্যে বর্তমান সময়ের মারাত্মক অসংগতি গুলো উঠে আসে এবং পাশাপাশি শাস্ত্রীয় বিচারে সবচেয়ে বিজ্ঞান ভিত্তিক সমাধানও প্রদান করেন।


মাসিক চৈতন্য সন্দেশ আগস্ট ২০২২ হতে প্রকাশিত
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।