কানাডার প্রথম হিন্দু মন্ত্রী অনিতা

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১:২১ অপরাহ্ণ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ১২:৫৪ অপরাহ্ণ

এই পোস্টটি 1156 বার দেখা হয়েছে

কানাডার প্রথম হিন্দু মন্ত্রী অনিতা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার নতুন মন্ত্রিসভা সম্পর্কে জানিয়েছেন। এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা করে নিলেন কোনও হিন্দু মন্ত্রী। তার নাম অনিতা ইন্দিরা আনন্দ। তিনি কানাডার প্রথম হিন্দু ফেডারেল মন্ত্রী। এই মন্ত্রিসভায় রয়েছেন আরও তিন জন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী। তবে তাঁরা প্রত্যেকেই শিখ সম্প্রদায়ের এবং এর আগেও সরকারে ছিলেন।

কানাডায় গত অক্টোবরে অনুষ্ঠিত ফেডারেল নির্বাচনে প্রথমবার হাউস অফ কমনস-এ নির্বাচিত হন অনিতা আনন্দ। তাঁকে পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রকিওরমেন্ট মন্ত্রী করা হয়েছে। নির্বাচনে ওন্টারিও-র ওকভিল থেকে জয়লাভ করেছিলেন তিনি।

জানা গেছে, অনিতা টোরোন্টো বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। তিনি নোভা স্কোটিয়ার কেন্টভিল-এ জন্মগ্রহণ করেছেন। তাঁর মা-বাবা দুজনেই ডাক্তার এবং ভারতীয় বংশোদ্ভূত। 

অনিতার মা, প্রয়াত সরোজ রাম অমৃতসরের বাসিন্দা ছিলেন; আর বাবা এস ভি আনন্দ তামিলনাড়ুর বাসিন্দা। অনিতা চার সন্তানের মা। দীর্ঘদিন কানাডিয়ান মিউজিয়াম অফ হিন্দু সিভিলাইজেশনের চেয়ারপার্সন ছিলেন তিনি। 

 
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।