এই পোস্টটি 1174 বার দেখা হয়েছে
উপরের কলমটি বইয়ের নির্দিষ্ট কোন বিষয়ে স্পর্শ করবেন আর সঙ্গে সঙ্গে বই কথা বলবে। প্রথমদিকে সেটাই মনে হবে। কিন্তু প্রকৃতপক্ষে কথা বলবে কলম। আর তাই কলমটির নাম দেয়া হয়েছে Talking Pen মূলত ছোটদের জন্য ড. এডিথ বেস্ট (উর্মিলা দেবী দাসী) সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রের উপর গ্রন্থ লেখেন যাতে এ কলমটি মূথ্যভূমিকা রাখে। ইতোমধ্যে গত জন্মাষ্টমীতে বের হওয়ার পর ভারতসহ বিশ্বের দেশের স্কুলগুলোতে খুব আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে চৈতন্য সন্দেশে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। হরে কৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ নভেম্বর ২০১০ সালে প্রকাশিত)