এই পোস্টটি 947 বার দেখা হয়েছে
ক্রিস্টোফার কলম্বাস একবার তার পুত্রকে বললেন, এক সাধু তাকে একবার বলেছিলেন ভারতবর্ষের কোন এক স্থানে গঙ্গার তীরৈ নয়টি দ্বীপ রয়েছে এবং নবদ্বীপের মধ্যখানে বাস করেন একজন সুবর্ণ ব্যক্তিত্ব যিনি সমগ্র চিন্ময় জগতকে এই জগতে নিয়ে এসেছেন। তার নাম গৌরাঙ্গ। যারাই সেই সুবর্ণ ব্যক্তির দর্শন পেয়েছেন তারা পরমানন্দ লাভ করেছেন এবং তারা সকলই অন্যদের আনন্দের উৎস হিসেবে পরিগিত হয়েছেন। তাই কলম্বাস চাইলেন সেই দিব্য অলৌকিক বিষয়ের খোঁজে ভারত ভ্রমণের। সেই সাহসি কলম্বাস তার ডাইরীতৈ লিখেলেন, “আমি সেই সুবণ ব্যক্তির সন্ধান লাভ করতে চাই (I want to find the Golden figure)।” কলম্বাস পরবর্তীতে বার্সেলোনা থেকে ভারত ভ্রমণের উদ্দেশ্য পশ্চিম দিকে জাহাজ ছাড়লেন। তিনি ভারত ভ্রমণের পথে একটি সমতল অঞ্চল খুঁজে পেলেন, যার বর্তমান নাম আমেরিকা। হরেকৃষ্ণ্
(মাসিক চৈতন্য সন্দেশ জুন ২০১৮ সালে প্রকাশিত)