
রোমের একটি বিখ্যাত যাদুঘর রয়েছে যেখানে বিখ্যাত ব্যক্তি বা প্রাচীন রোমান যোদ্ধাদের কঙ্কাল সংরক্ষিত আছে। অনেক সময় এসব করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এমন কতগুলো কঙ্কাল প্রদর্শনী করা হয় যার নিচে লেখা থাকে “একদিন তুমিও আমার মত হবে”। অর্থাৎ, এই প্রদর্শনীতে মৃত্যু এবং আমাদের পুনর্জন্মও হবে তা তুলে ধরা হয়।হরেকৃষ্ণ।
(মাসিক চৈতন্য সন্দেশ ডিসেম্বর ২০০৯ সালে প্রকাশিত)