
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভবিষ্যদ্বাণী
শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সজ্জন-তোষণী গ্রন্থে এক মহান ভক্তের আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যিনি শ্রীগৌরাঙ্গের বাণী পশ্চিমা দেশে গিয়ে প্রচার করবেন। বৈষ্ণব তোষণী জার্নালে নিন্মের উদ্ধৃতিটি প্রদান করা হয়: “শ্রীমন মহাপ্রভু স্বপার্ষদ পরিবৃত হয়ে শুধুমাত্র ভারত ভূমির জীবদের উদ্ধার করার জন্য অবতরণ করেননি, বরং তাঁর প্রকৃত উদ্দেশ্য ছিল সমস্ত জীবাত্মার জন্য নিজ ধর্ম প্রচারের মাধ্যমে সারাবিশ্বের সমস্ত জীবকে উদ্ধার করা ও ঊর্ধ্বমুখী করা। বিশ্বে অনেক প্রকার ধর্ম রয়েছে এবং তাদের মধ্যে সবচেয়ে উন্নত ধর্ম হল ভগবানের পবিত্র নাম সম্মিলিতভাবে কীর্তন করা। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হায়! কখন সে দিন আসবে যখন সমস্ত সৌভাগ্যবান আত্মা ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, প্রাসিয়া এবং আমেরিকার মতাে দেশগুলােতে ব্যানার, মৃদঙ্গ, করতাল সহযােগে অপ্রাকৃত হরিনাম কীর্তনের ঢেউ সৃষ্টি হবে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর পবিত্র নাম এ সমস্ত দেশগুলোর শহরে ও গ্রামে রাস্তায় রাস্তায় কীর্তন করা হবে? কখন সেই দিন আসবে, যখন শব্দ ও চিন্ময় কৃষ্ণপ্রেম সমস্ত জীবাত্মার একমাত্র ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং সমস্ত ছোট প্রথাগত ধর্মগুলো অসীম ও বৈশ্বিক ধর্ম কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবার জন্য একত্রে মিলিত হবে যেরকম সমস্ত নদী।