প্রকাশ: ১৬ জুন ২০১৮ | ১:১৪ অপরাহ্ণ আপডেট: ১৬ জুন ২০১৮ | ১:১৪ অপরাহ্ণ

মাইকেল জ্যাকসন ২০০৯ সালে সিকাগোর ‘দ্যা ফিল্ড মিউজিয়াম’ মিশরের একটি প্রাচীন মূর্তির ছবি প্রকাশ করেন । যে মূর্তিটি মিশরের এক রাণীর। যেটি খোদাই করা হয়েছিল ১৫৫০ খ্রিষ্টপূর্ব থেকে ১০৫০ খ্রিষ্টপূর্বের দিকে। কিন্তু প্রায় ৩০০০ বছরের পুরনো এ স্ট্যাচুর সঙ্গে প্রয়াত মাইকেল জ্যঅকসনের চেহারার সঙ্গে অবিকল মিল পরিলক্ষিত করেছে গবেষকরা। আর তাতে সারাবিশ্বে পুনর্জন্ম নিয়ে বেশ আলোচিত হয়। উপরের ছবিটি সেই মিশরীয় রাণীর প্রাচীন মূর্তি যার পুনর্জন্ম হিসেবে ধারণা করা হচ্ছে মাইকেল জ্যাকসনকে।জ্যাকসনের ভক্তরা বিশেষভাবে পুনর্জন্ম সম্পর্কে বিশ্বাস করতে শুরু করেছে। হরেকৃষ্ণ। সূত্র: পিটিআই, ছবি : এ.এফ.পি
(মাসিকচৈতন্য সন্দেশ মার্চ ২০১১ সালে প্রকাশিত)