অনলাইনে গীতা শিক্ষা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২ | ১১:১২ পূর্বাহ্ণ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ | ১১:১২ পূর্বাহ্ণ

এই পোস্টটি 305 বার দেখা হয়েছে

অনলাইনে গীতা শিক্ষা

গতমাসে শ্রীমান উত্তমা শ্লোক দাস প্রভু টরেন্টোস্থ ইস্‌কন মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনকালে তিনি ভগবদ্‌গীতার জ্ঞানকে কিভাবে নিজের জীবনে প্রয়োগ করে মানব জীবনকে সার্থক করা যায়, সেই বিষয়ের উপর এক সপ্তাহব্যাপী ১০/১৫ জন ভক্তের মাঝে শ্রীমদ্ভগবদ্‌গীতা কোর্স প্রদান করেন। কোর্সে অংশগ্রহণকারী অনেক ভক্ত বলেন, এই কোর্সের মাধ্যমে আমরা শিখেছি কিভাবে শত প্রতিকুলতার মধ্যে ভক্তি জীবনকে টিকিয়ে রাখা যায়, ষড়বেগ দমনের উপায়, পারমার্থিক জীবনকে কিভাবে উন্নত করা যায়, তার মধ্যে আমরা এমন একটি বিষয় শিখেছি যা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিভাবে শ্রীমদ্ভগবদ্‌গীতার সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে হয়। এদিক থেকে বিচার করতে গেলে উত্তমা শ্লোক দাস প্রভুর প্রয়াস সফল । এই কোর্সটির আর একটি সফলতা হচ্ছে অনলাইনে কোর্সটি সরাসরি সম্প্রচার করা হয়। ৫০০ এর বেশী মানুষ সরাসরি গীতা শিক্ষা লাভ করেন। অনলাইনে গীতাকোর্সটি গ্রহণকারীদের জন্য Chat Window রাখা হয়। যাতে করে তারা বিভিন্ন প্রশ্ন এবং পরামর্শ পাঠাতে পারেন। রাশিয়া অস্ট্রেলিয়া সহ দূরদেশের মানুষ তাদের প্রশ্ন এবং পরামর্শ পেশ করেন। কোর্সটিতে অংশগ্রহনকারী ভক্তবৃন্দ এবং অনলাইনে অংশগ্রহনকারী ভক্তবৃন্দরা এতই আনন্দিত হয়েছেন যে, তারা এই রকম আর একটি কোর্সের জন্য উৎসাহের সহিত অপেক্ষা করছেন বলে জানান। –হরেকৃষ্ণ–


 

চৈতন্য সন্দেশ জানুয়ারি-২০০৯ প্রকাশিত
সম্পর্কিত পোস্ট

‘ চৈতন্য সন্দেশ’ হল ইস্‌কন বাংলাদেশের প্রথম ও সর্বাধিক পঠিত সংবাদপত্র। csbtg.org ‘ মাসিক চৈতন্য সন্দেশ’ এর ওয়েবসাইট।
আমাদের উদ্দেশ্য
■ সকল মানুষকে মোহ থেকে বাস্তবতা, জড় থেকে চিন্ময়তা, অনিত্য থেকে নিত্যতার পার্থক্য নির্ণয়ে সহায়তা করা।
■ জড়বাদের দোষগুলি উন্মুক্ত করা।
■ বৈদিক পদ্ধতিতে পারমার্থিক পথ নির্দেশ করা
■ বৈদিক সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার। শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।
■ শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ।
■ সকল জীবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করানো ও তাঁর সেবা করতে সহায়তা করা।